Wednesday, June 2, 2021

গুগল এর জব নিয়ে মানুষের করা সেরা ৯টি বাছাইকৃত বিস্তারিত প্রশ্নের উত্তর

#গুগল_এর_জব নিয়ে মানুষের করা সেরা ৯টি বাছাইকৃত বিস্তারিত প্রশ্নের উত্তর :--> প্রশ্ন ১. ভাইয়া #গুগল এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে গেলে কি কি করতে হবে..? উত্তর :--> গুগল ওয়ার্ল্ড ওয়াইড একটা প্লাটফরম। সারাবিশ্বের প্রায় সবাই ই এই প্লাটফরম এ নিজেকে নিয়ে যেতে চায়। তবে এটার জন্য অনেক পরিশ্রম + অধ্যবসায় এর প্রয়োজন পড়ে। যারা ছোটবেলা থেকেই প্রোগামিং এ ভালো বা যাদের কোডিং করতে অনেক ভালো লাগে তারা এই প্রতিযোগিতায় অন্যদের থেকে একটু বেশীই এগিয়ে থাকে। আসলে আমরা গুগল এর জব বলতে সাধারণত সফটওয়্যার ইঞ্জিনিয়ারকেই বেশি জানি। কিন্তু গুগল এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছাড়াও আরও ২০০++ জব আছে। আমরা সেইসব ব্যাপারে অনেকেই জানি না বা জানতেও চাই না। তবে এই ব্যাপারে কথা বলতে গেলে পোস্টটা অনেক বড় হয়ে যাবে। যদি তুমি কোডিং এ অনেক পাকা হয়ে থাক, তাইলে গুগল তোমাকেই প্রিফেয়ার করবে। প্রশ্ন ২. গুগল এ আ্যপ্লাই করার জন্য মিনিমাম যোগ্যতা কি...?? উত্তর ২ : গুগল সহ বিশ্বে যতো বড় বড় জব প্লেস আছে, সেইগুলাতে সার্টিফিকেট কোন ভেরিফাইড করে না। করে শুধু মাত্র তোমার ভিতরে কতোটুকু মেধা আছে সেটা। গুগল এ জব করার জন্য যে তোমাকে CSE বা Software Engineer বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর হতে হবে তেমন টাও না। তুমি যদি SSC বা HSC পাশ করেও কোডিং খুব ভালো ভাবে করতে পার তাইলে তারা তোমাকেই ডেকে নিবে। তাই বলা যেতেই পারে গুগল সহ বিশ্বের বড় বড় জব প্লেস গুলাতে সার্টিফিকেট এর থেকে ক্রিয়েটিভিটি দেখে। তারা তোমাকে যাচাই করে নিবে আসলে তোমার মধ্যে কতোটুকু মেধা আছে কিছু সৃষ্টি বা কিছু বানানোর জন্য আর সেই সাথে তোমার বেসিক কতোটা স্টং। যদি তুমি সেইদিক থেকে কোয়ালিফাই হও তাইলে তুমি কোয়ালিফাইড। প্রশ্ন ৩। ভাইয়া গুগল এর জন্য কোন কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জানা খুব বেশী দরকার..?? উত্তর ৩. এটা অনেক সহজ সেইসাথে জটিল একটা প্রশ্ন। তার কারণ গুগল এর ইন্টার্ভিউ বোর্ড এ প্রশ্ন করা হয়, তুমি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর কোন ল্যাংগুয়েজ টা সবথেকে ভালো জানো। তখন কেউ C টা ভালো পারে আবার কেউবা C++ আবার কেউ জাভা আবার কেউ জাভা স্কিপ্ট আবার কেউ বা পাইথন যেটাই হোক না কেন, ধরো তুমি জাভাটা ভালো পার। তাইলে তারা তোমাকে জাভা থেকেই প্রশ্ন করবে, কখনো অন্য কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ থেকে প্রশ্ন করবে না। তবে সেই প্রশ্ন গুলা এমন টাইপ এর হবে ঠিক যেমন, একটা খড়ের গাদার মধ্যে একটা সুঁই খোঁজার মতো অবস্থা। তারমানে তোমাকে সেই প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এতোটাই ভালো জানতে হবে যে সেটার মধ্যে কোন প্রকারের খুঁদ থাকা যাবে না। প্রশ্ন ৪ :--> গুগল এর ইন্টারভিউ বোর্ডটা কেমন...?? উত্তর ৪ : গুগল এ সবমিলে ৫টা স্টেপ থাকে। ( ১. সিলেকশন ২. ফোন ইন্টারভিউ ৩. ফোন ইন্টার্ভিউ ২ ৪. মক টেষ্ট ( ৫ ) ৫. লাস্ট সিলেকশন )। প্রথম দুইটা ফোন ইন্টারভিউ এর সময় ৩০-৪৫ মিনিট এর হয়ে থাকে। গুগল ইঞ্জিনিয়ার রাই এই ভাইভা গুলা নিয়ে থাকে। ৩-৪ জন গুগল ইঞ্জিনিয়ার থাকে। আর মক টেষ্টটা প্যাকটিকেল। তোমাকে ৫টি মক টেষ্ট দিতে হবে, এই টেস্ট এর ও সময় ৩০-৪০ মিনিট। নিজের হাতে সাদা একটা বোর্ড এ তাদের সামনে কোডিং লিখে দিতে হয় বা ডক ফাইল এ কোডিং লিখতে হয়। এটা তোমার উপর ভ্যারি করবে যে তুমি কোনটাতে লিখতে পছন্দ করো। অনেক এক্সপার্ট প্রোগ্রামাররা সারাজীবন কম্পিউটার এই প্রোগ্রাম করে এসেছে, কিন্তু কখনোই তারা প্রোগ্রাম নিজের হাতে লিখে নাই। এই ক্ষেত্রে এটা অনেক বড় ভূমিকা পালন করবে। এই ক্ষেত্রে পাইথন এ কোড করা অনেক সহজ হবে কারণ পাইথন এ array ba symbol তেমন নেই বললেই চলে। যে কোড গুলা পাইথন এ আছে, সেইগুলা হাতে লিখা অনেক সহজ অন্যান্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর থেকে। এই জন্য আমার মতে পাইথন বেস্ট। দ্যান লাস্ট সিলেকশনটা টিম ম্যানেজমেন্ট এর উপর ভ্যরি করবে যেটা তাদের নিজস্ব ডিসকাশন। প্রশ্ন ৫. ভাইভা বোর্ড এ কি কি প্রশ্ন বেশী করা হয়ে থাকে..?? উত্তর ৫. ভাইভা বোর্ড গুলোতে সবথেকে বেশী প্রশ্ন করা হয়ে থাকে, ডাটা স্টার্কচার, ফ্লো চার্ট, এলগরিদম ( ৬৫% প্রশ্নগুলাই এই ৩টা টাইপ এর মধ্যে করা হয়ে থাকে. এই ছাড়াও আমি আমার ইন্টারর্ভিউ প্রশ্ন বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ( https://m.facebook.com/story.php?story_fbid=295326392315927&id=106611787854056&_rdr ) সেই সাথে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাদে অন্যান্য সেক্টর এর ইন্টারর্ভিউ কোশ্চেন ( https://m.facebook.com/story.php?story_fbid=243097754205458&id=106611787854056&_rdr ) সবার সুবিধার্থে দিয়ে দিলাম। প্রশ্ন ৬. আমি কি গুগল এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবার স্বপ্ন দেখতে পারি..?? উত্তর ৬ : কেনো নয়। যদি তোমার মধ্যে স্কিল থেকে থাকে তাইলে তুমিও হতে পারবা একজন গুগলার। আমরা সবাই যেমন ভাবি যে, গুগল এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে গেলে মনে হয়, এলিয়েন টাইপ এর কিছু হতে হয়। এটা ভূল চিন্তা-ভাবনা। আসলে এতোটাও জটিল কোন কিছুই না। আসলে আমি নিজেও সর্ব প্রথম এর দিকে এটাই ভাবতাম তবে, গুগল জব এ ইন্টার্ভিউ দেবার পরের থেকে আমার এই চিন্তাটা বাদ হয়ে গেছে। তাই যেহেতু এটা আমি নিজেই ফেইস করেছি তাই এই ব্যাপারে আমার অনেক ধারণা হয়ে গেছে। সেইদিক থেকে বলতেই পারি, এটা কঠিন তবে এতোটাও কঠিন কিছু না ঠিক যেমনটা আমরা ভাবি। আর একটু লক্ষ্য করলেই দেখতে পাবে, বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক মানুষ এখন গুগলে জব করছে বা পাচ্ছে। আর সব থেকে বড় কথা গুগল প্রচ্চুর পরিমাণে ফ্রেন্ডলি। তাদের ইন্টারর্ভিউ প্রসেস থেকে শুরু করে সবকিছু এতোটা পরিমাণে ফ্রেন্ডলি যা তোমাকে সাহস ও মনোবল বৃদ্ধি করতে হেল্প করবে। প্রশ্ন ৬. গুগল এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবার ক্ষেত্রে আমার পরামর্শ টা কি..?? 6. বস হয়ে যেতে হবে প্রোগ্রামিং এ। চোখ কান বন্ধ করে দিনের মধ্যে ৬-৭ ঘন্টা শুধু প্রোগ্রামিং করে যেতে হবে আর সেই সাথে জটিল জটিল প্রব্লেম গুলার সমাধান এর ওয়ে খুঁজতে হবে আর সেই সাথে করতে হবে। যদি তুমি এইভাবে করতে থাক,তাইলে নিজের মধ্যেই অন্যরকম একটা শক্তি আবিষ্কার করে ফেলবে। আর যখন সবকিছু করতে আনন্দ লাগবে, বোরিং না লেগে তখন ই ধরে নিবে তুমি এখন স্কিলড। যে কোন একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এ বস হয়ে যাও, সেই সাথে অন্যান্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বেসিক জানো, প্রজেক্ট করো, অনলাইন জাজ এ মিনিমাম ৬০০-১০০০ প্রব্লেম স্লভিং করো, তাহলে এটা তোমাকে আত্ববিশ্বাস দিবে। ভালো একটি CV বানাও, যেটা সবথেকে বেশি ইম্পরট্যান্ট। CV নিয়ে আমার এই লেখাটা ফলো করতে পার ( https://m.facebook.com/story.php?story_fbid=180333427148558&id=106611787854056&_rdr ) যা তোমাদের ভালো কাজে দিবে। কোথাও ইন্টার্নি বা জব করো। এটা + পয়েন্ট। গুগল এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর ইন্টার্নি নিয়েও আমার লেখা পোস্ট আছে ( https://m.facebook.com/story.php?story_fbid=145308647317703&id=106611787854056&_rdr ) চাইলে এটাও ফলো করতে পার। সেই সাথে চাইলে গুগলের হার্ডওয়ার ইঞ্জিনিয়ার ( https://m.facebook.com/story.php?story_fbid=299559588559274&id=106611787854056&_rdr ) এর জন্যও আবেদন করতে পার কিংবা কোন সফটওয়্যার কোম্পানিতে জব করতে পার। সেই সাথে গুগলে এক সাথে কয়েকটি অফিস এ অ্যাপ্লিকেশান করো। ইনশা-আল্লাহ হয়ে যাবে, যদি সবকিছু ঠিক মতো ফলো করো। প্রশ্ন ৭. ভাইয়া আমি তো EEE তে পড়ছি বা অন্যান্য ডিপার্টমেন্ট এ পড়াশুনা করছি, আমি কি গুগল বা নাসা বা অন্য কোথাও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবো.? উত্তর : অবশ্যই কেনো নয়। তুমি যদি গুগল বা মাইক্রোসফট বা অন্যান্য বড় বড় জব প্লাটফরম প্লেস গুলোর দিকে তাকাও তাইলে দেখতে পারবে সেইখানকার বেশীর ভাগ ইঞ্জিনিয়ার গুলোই অন্যান্য ডিপার্টমেন্ট এর। আসলে এই সব প্লাটফরম গুলোতে সার্টিফিকেট বা তুমি কোন ডিপার্টমেন্ট থেকে পড়াশুনা শেষ করেছ সেইগুলা দেখার থেকে তারা দেখে থাকে তোমার মধ্যে কি স্কিল আছে সেটা। তুমি প্রোগ্রামিং সমন্ধে আসলে ঠিক কতোটুকু জানো, তোমার ব্যাসিক কতোটা স্টং আর সেইসাথে তোমার ক্রিয়েটিভিটি কতোটা হাই। তারা শুধু এইগুলাই দেখে থাকে, এর বাইরের কিছুই তারা দেখে না। যদি তারা দেখে তুমি তাদের কাজগুলো করার উপযুক্ত তারা তোমাকেই সিলেক্টেড করে নিবে তাই এইগুলা নিয়ে না ভেবে যদি তোমাদের সত্যিই ইচ্ছা থাকে এমন কিছু করার বা হওয়ার, তাইলে আমার মতে তোমাদের এখন থেকে মনোযোগ হওয়া উচিৎ। এখন থেকে নিজেকে ওইভাবে গড়ে তোলো তাহলে দেখবে তুমি পারবে তাদের একজন হতে। প্রশ্ন ৮. ভাইয়া গুগল এ জব করার জন্য কোন নির্ধারিত বয়স আছে কি..?? উত্তর : আমার জানা মতে নেই। তার কারণ আমার দেখা + জানা মতে গুগল এ এমন অনেকেই আছেন, যাদের বয়স ৬০++। ইভেন আমি এমন কয়েকজন কেও দেখেছি যে গুগল এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু তার বয়স মাত্র ১৩। এইরকম অনেক এই আছে। এই থেকেই বুঝা যায়, গুগল বা এই লেভেল এর প্লাটফরম গুলোতে বয়স, সার্টিফিকেট, ডিপার্টমেন্ট কোন ফ্যাক্ট করে না। ফ্যাক্ট করে যোগ্যতা। প্রশ্ন ৯. ভাই আপনি তো বলেছিলেন, গুগল বা ওয়ার্ল্ড ওয়াইড জব গুলোতে সার্টিফিকেট তেমন দেখে না তাইলে এই ক্ষেত্রে ভিসা পেতে কি কোন প্রব্লেম হবে.? উত্তর : যদি আপনি গুগল এর মক টেষ্ট এ সিলেক্টেড হন, তাইলে তারা আপনাকে সামনা সামনি ইন্টার্ভিউ নেওয়ার জন্য কল করবে। যেহেতু আমরা বাংলাদেশি সেহেতু এটা ইন্ডিয়া বা এর আশেপাশের কোন দেশ এ হবে। তারমানে আপনার আশেপাশের যে দেশগুলোতে গুগল এর অফিস আছে সেইখানে দিতে পারবেন বা আপনি ইচ্ছাকরলে কোন কান্টি নিজের থেকেই সিলেকশন করে নিতে পারবেন। আর এর জন্য ভিসা থেকে শুরু করে সবকিছুই গুগল কর্তৃপক্ষ দিবে তাই এইখানে টেনশান এর কিছুই নেই। আশাকরি এই পোস্ট এ গুগল নিয়ে অনেক বিস্তারিত কিছু আমি তুলে ধরেছি, যা প্রতিটা মানুষকে হেল্প করবে।

No comments:

Post a Comment

Googles Salary

#GooglesSalary অনেকেই আমাকে বলেছিলেন, ভাইয়া গুগল এর বেতন নিয়ে একটা পোস্ট করবেন..? অনেকেই এটা নিয়ে কনফিউজড। তবে আমি জানি না, আপনারা কেন গুগ...