Thursday, June 3, 2021
Googles Salary
#GooglesSalary
অনেকেই আমাকে বলেছিলেন, ভাইয়া গুগল এর বেতন নিয়ে একটা পোস্ট করবেন..?
অনেকেই এটা নিয়ে কনফিউজড। তবে আমি জানি না, আপনারা কেন গুগল এর বেতন নিয়েই পড়ে আছেন। যায় হোক, আজকেই শেষ এই ব্যপারে আমি আলোচনা করবো।
সাধারণত বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে তাদের বেতন নিয়ে কথা বলতে মানা করা হয়। যদি কেউ বেতন নিয়ে পাব্লিকলি কিছু বলে তাহলে তাদেরকে বাদ করে দেওয়া হয় কিংবা তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হয়। ঠিক এই রকম প্রতিষ্ঠান কোরা ও। যায় হোক, এই জন্যই গুগল এর বেতন নিয়ে অনেক জটিলতা থাকে। কেউ নির্ভরযোগ্য ভাবে আপনাকে বলবে না। আর তাছাড়া গুগল এর বেতন নির্ভর করে অনেকটা দেশ ভেদেও একই সাথে লেভেল ভেদে। যেমন, আপনি যদি সুইজারল্যান্ড জব করেন, তাহলে সেটা কাউন্ট করা হয় ভিন্ন ভাবে। সবথেকে বেশি বেতন সুইজারল্যান্ডকে দেওয়া হয়। এর এভারেজ প্রতিবছরে বেতন 1,44,000$। এর পর আছে আমেরিকা যার এভারেজ বেতন প্রতিবছরে, 1,34,000$, এর পরে যথাক্রমে স্পেন, ব্রাজিল, UK, কানাডা এর অবস্থান। এদের বেতনের ক্রম প্রতি বছরে এভারেজ 1,19,000$ , 1,18,000$ , 88,000$ , 87,000$ হাজার ডলার। তারমানে সহজেই বুঝে গেছেন, এইখানে দেশটা কতোটা ভ্যারিফিকেশন হয়।
সেই সাথে আপনার কাজ, অভিজ্ঞতা, কমিশন এই গুলাও প্রতিবছর বেতন বৃদ্ধির কারণ হয় ( base + bonus + stock )। আপনি কোন স্তরে রয়েছেন তা নির্ভর করে। আপনার কত বছর অভিজ্ঞতা থাকতে পারে বা আছে সেটা প্রভাব ফেলে। যেমন :--> L3 এন্ট্রি স্তর। এই লেভেল এ আপনাকে প্রতিবছর ১,২২,০০০ ডলার দিবে। এর সাথে যুক্ত হবে স্টক প্যাকেজ এর ৪০,০০০ হাজার ডলার আর বোনাস ২০,০০০ হাজার ডলার। তাহলে মোট, প্রতি বছরে আপনি L3 তে ইনকাম করবেন সব মিলে ১,৮২,০০০ ডলার। সেই সাথে আপনার লেভেল যতো উপরে উঠবে যেমন, L4, L5 কিংবা ........... ততো আপনার টাকার পরিমাণ বাড়বে সেই সাথে স্টক, প্যাকেজ এবং বোনাসও বৃদ্ধি পাবে। তবে এটার সাথে অবশ্যই দেশটাও ইনক্লুয়িড হবে।
এভারেজ এ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর বেতন 129K। তার মানে এটাকে আপনি ১২ দিয়ে ভাগ করলে, 10.75k আসবে। যা বাংলাদেশী টাকায়, প্রতিমাসে ৮০ টাকা করে ডলার রেট ধরলে, ৮ লাখ ৬০ হাজার টাকা। আর প্রতি বছর এ আপনার বেজ, বোনাস, স্টক এই গুলা দিয়ে ক্যালকুলেট করলে ( ১,৮২,০০০ ÷ ১২ ) = ১৫,১৬৬ ডলার। একে ৮০ টাকা রেট দিয়ে গুণ করলে দাঁড়ায়, ১২,১৩,৩৩৩ টাকা।
এটা শুধুমাত্র সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর ক্ষেত্রে। এইছাড়াও গুগলে একাধিক পদ ও পজিশান আছে সেখানে বার্ষিক ৫৫,০০০ হাজার ডলার থেকে 1M++ পর্যন্তও আছে। তবে সেটা পদ আর লেভেল এর উপরে নির্ভর করে থাকে। আশাকরি সবাই বুঝে গেছেন। গুগল এর বেতন নিয়ে আশাকরি আর কনফিউশন থাকার কথা নয়। সেই সাথে গুগল আছে, এইখানেও সার্চ করে অনেক ইনফরমেশন আরও জেনে নিতে পারেন। ধন্যবাদ
Subscribe to:
Post Comments (Atom)
Googles Salary
#GooglesSalary অনেকেই আমাকে বলেছিলেন, ভাইয়া গুগল এর বেতন নিয়ে একটা পোস্ট করবেন..? অনেকেই এটা নিয়ে কনফিউজড। তবে আমি জানি না, আপনারা কেন গুগ...
-
#GooglesSalary অনেকেই আমাকে বলেছিলেন, ভাইয়া গুগল এর বেতন নিয়ে একটা পোস্ট করবেন..? অনেকেই এটা নিয়ে কনফিউজড। তবে আমি জানি না, আপনারা কেন গুগ...
-
গুগল এর #ইঞ্জিনিয়ার হতে গেলে যে প্রাতিষ্ঠানিক শিক্ষা কোন ফ্যাক্ট নয়, এটা গুগল এর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ চান্স প্রাপ্ত একজন গুগলার এর কাছেই...
-
#গুগল_এর_জব নিয়ে মানুষের করা সেরা ৯টি বাছাইকৃত বিস্তারিত প্রশ্নের উত্তর :--> প্রশ্ন ১. ভাইয়া #গুগল এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে গেলে কি ক...
No comments:
Post a Comment