#Google_Job
এর আগে বলেছিলাম গুগল এর টপ ১০০ জব নিয়ে আলোচনা করবো, তবে সেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ছাড়া। কারণ অনেকের প্রোগ্রামিং নিয়ে ভয় কাজ করে কিংবা অনেকে অন্যান্য সেক্টর এ পড়াশুনা কিংবা কাজ কিংবা অভিজ্ঞতা আছে কিন্তু তারা স্বপ্ন দেখে গুগলে যাওয়ার। আসলে গুগলে সব সেক্টর থেকেই জব পাওয়ার সুযোগ আছে কিন্তু আমরা এই ব্যাপার গুলা জানি না আর তাই আমাদের মনে হয় সফটওয়্যার কিংবা CSE ছাড়া গুগল এ কেউ যেতে পারবে না। আমি সবার স্বপ্নকে রেসপেক্ট করতে জানি সেই সাথে শ্রদ্ধা করি। আমি চাই সবার স্বপ্ন পূরণ হোক আর এই দেশটা ডেভোলপ হোক কারণ আমি এই দেশ এর মানুষদের নিয়ে স্বপ্ন দেখতে ভালোবাসি সেই সাথে এই দেশ এর মানুষের জন্য কিছু করে যেতে চাই। সেই সাথে এই দেশকে ডেভোলপ করতে চাই। গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে আমি ইতিমধ্যে ডিটেলস আলোচনা করেছি সেই সাথে গুগল এর ভাইভা বোর্ড এর প্রশ্নও শেয়ার করেছি। আর একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভেঙ্গে ভেঙ্গে আলোচনাও করেছি আগে আর তাছাড়া গুগল নিয়ে ২৫++ পোস্ট আমি অলরেডি করেছি, যেখানে আমি A 2 Z আলোচনা করেছি। শুধুমাত্র ওই পোস্টগুলা পড়লে কিংবা ভালোভাবে ফলো করলে যে কেউ ই গুগলের ব্যাপারে ডিটেলস সেই সাথে A 2 Z জানতে পারবে, আর সেই সাথে নিজেকে তৈরী করে নিতে পারবে। তাই ভেবেছি এখন থেকে বিকল্প কিছু করবো, গুগলে আমার চোখে সেরা ১০০টা জব নিয়ে আলোচনা করবো আর সেটা সব ডিপার্টমেন্ট কিংবা সব সেক্টর এর। যেন কোন মানুষ স্বপ্ন দেখতে সেই সাথে নিজেকে গড়তে পিছ-পা না হয়। আরও নতুন উদ্যোমে নিজের স্বপ্ন পূরণ করার জন্য চেস্টা করতে পারে। যায় হোক, সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিংবা CSE রিলেটেড বাদে এটাই আমার প্রথম পোস্ট হতে চলেছে। তাই এই পোস্ট এ অতি সংক্ষিপ্ত ভাবে আজকে ৩টা জব নিয়ে আলোচনা করবো, আর বাদবাকি প্রতিটি পোস্ট এ ৫টি জব নিয়ে আলোচনা করা হবে।
১. Account Manager, Mid Market Sales, Google Customer Solutions :--> গুগলের এই জব পেতে গেলে আপনার মার্কেটিং এর উপরে ভালো জ্ঞান থাকতে হবে। ভার্সিটিতে আপনার সাবজেক্ট যদি মার্কেটিং হয় কিংবা একাউন্ট হয় কিংবা এই রিলেটেড হয় তাহলে অ্যাপ্লিকেশান করতে পারবেন কিংবা যদি মার্কেটিং এর উপরে খুব ভালো অভিজ্ঞতা আপনার থেকে থাকে ( এই ক্ষেত্রে সার্টিফিকেট এর দরকার নেই ) সেই সাথে আপনার মিনিমাম ৩ বছর এর এই সেক্টর এ জবের অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রেও আবেদন করতে পারবেন। তবে আপনাকে এই জব পেতে গেলে, আপনাকে ইংলিশ ভালোভাবে জানতে হবে সেই সাথে আপনার ক্লায়েন্টকে হ্যান্ডেল করার স্টাইল স্মার্ট আর attractive হতে হবে। সেই সাথে প্রজেক্ট ম্যানেজমেন্ট, সেলস বা বিজনেস ডেভোলপমেন্ট এর উপরে অভিজ্ঞতা থাকতে হবে। আর কমিউনিকেশন স্কিলটাও ডেভোলপ থাকতে হবে। যদি আপনার মধ্যে উপরের শর্ত গুলো পূরণ করার এ্যাবিলিটি থাকে তাহলে আপনাকে স্বাগতম।
জবের অ্যাপ্লিকেশান লিংঙ্ক :--> https://careers.google.com/jobs/results/139481967079891654/
২. Business Analyst, Google :--> এই জব এর জন্য আপনার বিজনেস রিলেটেড সাবজেক্ট এর উপরে সার্টিফিকেট থাকতে হবে কিংবা এই সেক্টর এ কাজ করার অভিজ্ঞতা। কোন টিচ কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে মিনিমাম ৬ বছর, বিজনেস এনালাইসিস সম্পর্কে। সেই সাথে ব্যাংকিং, ডাটা এনালাইসিস সম্পর্কে জ্ঞান থাকতে হবে। SQL Scripting language সম্পর্কে জানা থাকলে প্লাস পয়েন্ট। সেই সাথে সেলস, কাস্টোমার সার্ভিস সম্পর্কে জানতে হবে। অবশ্য যারা মার্কেটিং এ থাকে বা এই রিলেটেড জব করে তাদের এই ব্যাপার গুলা সম্পর্কে এমনিতেই জানতে হয় বা তাদের এই ব্যাপার গুলা সম্পর্কে ধারণা থাকে। আর ইংলিশ তো কমন জানতে হবে আপনাকে।
জবের আবেদন এর লিংঙ্ক :--> https://careers.google.com/jobs/results/76140492162507462/
৩. Technical Program Manager, Transport Network Deployment :--> আপনাকে এই জব এর জন্য টেকনিক্যাল রিলেটেড যে কোন সাবজেক্ট কিংবা আপনার অভিজ্ঞতা যদি থাকে হার্ডওয়্যার, অপটিকাল ফাইবার ডিজাইন, সেই সাথে যারা ডিজাইন রিলেটেড জব কিংবা যাদের ডিজাইন এর অভিজ্ঞতা আছে সেই সাথে ডাটা সেন্টার নিয়ে যাদের অভিজ্ঞতা আছে তারা এই জবের জন্য আবেদন করতে পারবে। সেই সাথে ডাটা নিয়ে বিভিন্ন সমস্যা, ডিজাইন সেই সাথে কমিউনিকেশন স্কিলসটা লাগবে। সেই সাথে দল লিড দেওয়ার ক্ষমতা ও ডিজাইন এর সমস্যা কিংবা ইম্প্রুভমেন্ট স্কিলসটাও গ্রহণযোগ্য।
আবেদন লিংঙ্ক :--> https://careers.google.com/jobs/results/141861600689562310/
আমি আজকে ৩টা জব নিয়ে আলোচনা করেছি, আমার পরের পোস্টগুলোতে ৫ টি করে করে আলোচনা করা হবে। সেই সাথে আজকে যেমন বিজনেস কিংবা মার্কেটিং রিলেটেড জব নিয়ে আলোচনা করলাম ঠিক সামনের পোস্ট গুলোতে ইঞ্জিনিয়ারিং যে কোন সাবজেক্ট সেই সাথে কমার্সের যে কোন সাবজেক্ট আর্স এর যে কোন সাবজেক্ট তার মানে প্রতিটা সাবজেক্ট এর জব ফিল্ড নিয়েই আমি আলোচনা সেই সাথে ধারণা দিব। তাই টেনশান এর কিছুই নেই, নিজের স্বপ্নকে পূরণ করার জন্য শুধুমাত্র ধরে থাকো আর চেষ্টাটা অবিরত রাখো। ইনশাআল্লাহ এই যুদ্ধে চেস্টা, আগ্রহ সেই সাথে ফোকাস থাকলে তোমার স্বপ্ন পূরণ হবেই। এর পরের থেকে আমার এই রিলেটেড পোস্ট গুলো আমার পার্সোনাল আইডিতে শেয়ার করবো না, আমার পার্সোনাল পেইজ এ শেয়ার করবো। আর দয়া করে কেউ আমার পোস্টগুলো নিজের নামে কিংবা আমার অনুমতি ছাড়া অন্য গ্রুপ এ কিংবা নিজেদের ব্লগ এ পোস্ট করা থেকে বিরত থাকুন। তবে শেয়ার করতে পারেন, এটা ছাড়া না। ধন্যবাদ।
No comments:
Post a Comment