Friday, May 28, 2021

Hardware Intern Google

 #hardware_engineer_intern Google 


এর আগে গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর ইন্টার্নিশিপ নিয়ে পোস্ট করেছিলাম। অনেক এই আমাকে বলেছিলেন, ভাই হার্ডওয়ার ইঞ্জিনিয়ার এর ইন্টার্ন নিয়ে পোস্ট দিবেন। আর এই জন্যই ভাবলাম এটা নিয়ে কিছু কথা লিখি। যারা আমার এর আগে সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে পোস্টটা পড়েন নি, তারা মাস্ট পড়ে নিবেন, নইলে অনেক কিছুই আপনারা বুঝবেন না বা অজানাই থেকে যাবে আপনাদের কাছে। কারণ মূল কথা অনেকটাই এক। আমি পোস্ট এর লিংঙ্কটা সবার সুবিধার্থে শেয়ার করে দিচ্ছি, (  

https://m.facebook.com/story.php?story_fbid=145308647317703&id=106611787854056&_rdr। )। সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে যে পোস্টটা আমি করেছিলাম, সেখানে আমি অনেক বিস্তারিত তুলে ধরেছিলাম। তাই আজ আর বিস্তারিত না গিয়ে একদম মূল ফন্ট এ চলে যায়। গতবার আমি বলেছিলাম, গুগল এ ইন্টার্নি করার জন্য আপনাকে ভার্সিটি এর ফাস্ট কিংবা সেকেন্ড ইয়ার এর স্টুডেন্ট হতে হবে কিংবা গ্রাজুয়েশন কমপ্লিট কিংবা PHD হোল্ডার। 


*** তার আগে জেনে নেই, হার্ডওয়ার ইঞ্জিনিয়ার বলতে আমরা কি বুঝি বা হার্ডওয়ার ইঞ্জিনিয়ার এর মূলত কাজ কি...? 


মূলত একজন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার যন্ত্রাংশ ডিজাইন, নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজ করে থাকেন। 

এরা সাধারণত, 


** কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার ও সিস্টেমের নকশা প্রণয়ন করে;


** কম্পিউটারের যন্ত্রাংশ নির্মাণ করে ও তার কার্যকারিতা পরীক্ষা করে;


** কম্পিউটারের যন্ত্রাংশের উন্নয়ন ঘটানো ও বিভিন্ন সফটওয়্যারের সাথে এর ব্যবহার উপযোগিতা নিশ্চিত করে;


** নতুন কম্পিউটার প্রযুক্তি নিয়ে গবেষণা করে। এই গুলা ছাড়াও সফটওয়্যার ডেভোলপারদের সাথে অনেক কাজ করে থাকে।


তার মানে আপনারা বুঝে গিয়েছেন, একজন হার্ডওয়ার ইঞ্জিনিয়ার এর কি কি যোগ্যতা থাকা বাঞ্ছনীয়। তার মানে আপনাকে অবশ্যই ইলেক্ট্রিক্যাল সার্কিট ডিজাইন করা জানতে হবে সেই সাথে প্রোগ্রামিং জানতে হবে। সিস্টেম ডিজাইনে পারদর্শি হতে হবে বা জানতে হবে, ইঞ্জিনিয়ারিংয়ের গণিত আর পরিসংখ্যানে দক্ষতা থাকা উচিত আপনার। পাশাপাশি সফটওয়্যারের সাথে হার্ডওয়্যারকে কীভাবে সামঞ্জস্যপূর্ণ রাখা যায়, সে ব্যাপারে জ্ঞান রাখতে হবে আপনাকে। সেই সাথে অনেক কাজ একসাথে সামলামোর মানুষিকতা থাকতে হবে, প্রব্লেম বিশ্লেষণ বা বিশ্লেষণী ক্ষমতা রাখতে হবে আপনাকে। যদি এই সব গুলো কাজ আপনি ভালো জানেন তাহলে আপনাকে অভিনন্দন.!


আমি উপরোক্ত যে কথাগুলো বলেছি, এতে আপনারা এতোসময়ে বুঝে গিয়েছেন যে, গুগল এ হার্ডওয়ার ইঞ্জিনিয়ার এর ইন্টার্নি করার জন্য আপনাকে কি কি ব্যাপারে ভালো ধারণা রাখতে হবে। তবুও নিচে গুগলের requirements আমি দিয়ে দিচ্ছি, সবার সুবিধার্থে।


যোগ্যতা :--> ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, অ্যাকোস্টিকস, অডিও সায়েন্সস, ফিজিক্স বা এই রিলেটেড ফিল্ড এ গ্রাজুয়েশন কমপ্লিট করেছে বা PHD বা ভার্সিটি এর ফাস্ট বা সেকেন্ড ইয়ার এ আছেন এমন যে কোন ব্যাক্তি আবেদন করতে পারবে।


আপনাকে জানতে হবে,  অ্যাকোস্টিকস, কৃত্রিম বুদ্ধি, এএসআইসি ডিজাইন, কম্পিউটার আর্কিটেকচার, সার্কিট ডিজাইন, ডিজাইনের যাচাইকরণ, ডিজিটাল ডিজাইন, এম্বেডড সিস্টেমস, হার্ডওয়্যার / সফটওয়্যার, মেশিন লার্নিং, মিশ্র-সংকেত সার্কিট ডিজাইন, প্রোগ্রামিং, সিগন্যাল পাওয়ার ইন্টিগ্রিটি, স্ট্যাটিস্টিকস, সিস্টেম মডেলিং, টেস্ট / পরিমাপ অথবা ভেরিলোগ। 


নিম্নলিখিত বা আরও দুটি ক্ষেত্রে অভিজ্ঞতা: অ্যাকোস্টিকস, অ্যানালগ-মিশ্রিত সংকেত সার্কিট ডিজাইন, এএসআইসি ডিজাইন, বিমফর্মিং, কম্পিউটার আর্কিটেকচার, ডিজাইন যাচাইকরণ, ডিজিটাল ডিজাইন, ডিএসপি, বৈদ্যুতিন ডিজাইন অটোমেশন, এমবেডেড সিস্টেমস, এফপিজিএ, হালাইড, হার্ডওয়্যার / সফ্টওয়্যার কো-ডিজাইন, হার্ডওয়্যার সিস্টেম ইন্টিগ্রেশন, এমএল এবং এআই, মাইক্রোকার্কিটেকচার, মিক্সড-সিগন্যাল সার্কিট ডিজাইন, এএসআইসি ডিজাইনের অপ্টিমাইজেশন, প্রোগ্রামিং, সিগন্যাল এবং পাওয়ার ইন্টিগ্রিটি, সিগন্যাল প্রসেসিং, সোনার ফিজিক্স, পরিসংখ্যান, সিস্টেম পারফরম্যান্স মূল্যায়ন, সিস্টেম মডেলিং, পরীক্ষা / পরিমাপ এবং / অথবা ভেরিলোগ।


উপরোক্ত বিষয়গুলো যদি কেউ ৩/৪ টা ফিল্ড এ দক্ষতা অর্জন করে থাকে তারা হার্ডওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে গুগল এ ইন্টার্নি করার জন্য অফার পেয়ে যেতে পারে। সেই সাথে আপনাকে অবশ্যই কমিউনিকেশন এর জন্য ইংলিশ ভালো ভাবে জানতে হবে। 


আশাকরি আমার এই পোস্টটা থেকে হার্ডওয়ার ইঞ্জিনিয়ার এর ইন্টার্নি সেই সাথে জব এর ব্যাপারে অনেকটা ধারণা আপনাদের চলে এসেছে। 


আমার পরামর্শ, হার্ডওয়ার ইঞ্জিনিয়ার এর ক্ষেত্রে C++ আর পাইথনকে গুরুত্ব দেওয়া হয় সবথেকে বেশি। সেই সাথে সার্কিট ডিজাইন, সিস্টেম ডিজাইন, সেই সাথে সমস্যা পর্যবেক্ষণ ও বিশ্লেষণী ক্ষমতা,  কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লানিং আপনাদের ভালো কাজে দিবে ইন্টার্নি পাওয়ার ক্ষেত্রে। আর উপরোক্ত ১/২ টি ব্যাপারে মোটামুটি ভালো জানা থাকলে ইন্টার্নিশিপটা পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। সেই সাথে যদি আপনাদের কোন প্রজেক্ট সেই সাথে কোথাও জব করার অভিজ্ঞতা থাকে কিংবা ইন্টার্নশিপ তাহলে সেটা সব থেকে বড় + পয়েন্ট। 


গত পোস্টে অনেক এই প্রশ্ন করেছিলেন এই টাইপ,  বাংলাদেশ থেকে ইন্টার্নি করা যায় কি না। আর সেটা কিভাবে করতে হবে। রিমোট এ করার কোন অপশান আছে কি না। 


উত্তর :--> বাংলাদেশ সহ যে কোন দেশ থেকেই আপনি ইন্টার্নিশিপ এর জন্য আবেদন করতে পারবেন। যে দেশে আপনি ইন্টার্নি করার জন্য সুযোগ পাবেন, আপনাকে ৩ মাস এর জন্য সেই দেশে গিয়ে ইন্টার্নি করতে হবে গুগল এর অফিস এ বসে। আর এর জন্য আপনার যতো খরচ সেটা ভিসা থেকে শুরু করে A 2 Z সব গুগল কর্তৃপক্ষ দিবে। এইখানে আপনি ফ্রি ভাবে গুগল এ যেতে পারবেন, তাদের সাথে কাজ করতে পারবেন, মাসিক টাকা পাবেন সেই সাথে ভালো কাজ করলে পার্মানেন্ট জবটাও পেয়ে যাবেন। আর হ্যাঁ আমার এই কথা গুলো থেকেই বুঝে গেছেন, রিমোট করার কোন অপশান নেই, আপনাকে তাদের দেশে গিয়ে ইন্টার্ন করে আসতে হবে। 


আশাকরি সব প্রশ্নের উত্তর আমি কিছুটা হলেও আপনাদের বুঝাতে পেরেছি। আর হ্যাঁ নিচে ফল সিজন এর ইন্টার্নি এর জন্য আবেদন রানিং আছে, অ্যাপ্লিকেশান এর লিংঙ্কটা নিচে আমি দিয়ে দিলাম। 


https://careers.google.com/jobs/results/104526086680781510-hardware-engineering-intern-fall-2021/

No comments:

Post a Comment

Googles Salary

#GooglesSalary অনেকেই আমাকে বলেছিলেন, ভাইয়া গুগল এর বেতন নিয়ে একটা পোস্ট করবেন..? অনেকেই এটা নিয়ে কনফিউজড। তবে আমি জানি না, আপনারা কেন গুগ...